× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

৫৫ বছর পর চাঁদে মানুষ নামবে ২০২৪ সালে, নাসার ঘোষণায় উল্লাস ভারতের ইসরোয়

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) সেপ্টেম্বর ২৩, ২০২০, বুধবার, ১০:০৬ পূর্বাহ্ন

নাসার অন্যতম পরিচালক জন ব্রিনডেস্টিনের ঘোষণার পর ভারতের বেঙ্গালুরুর ইসরোতে এখন খুশির হিল্লোল। নাসা মঙ্গলবার ঘোষণা করেছে যে, তাদের চন্দ্রযান  দু'হাজার চব্বিশে একজন পুরুষ ও একজন মহিলা নভশ্চরকে নিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ও একসপ্তাহ তাঁরা চাঁদে থেকে এক্সট্রা ভেহিকুলার পরীক্ষা নিরিক্ষাও চালাবেন। ইসরোর বেশকিছু বিজ্ঞানী এই প্রকল্পে যুক্ত থাকায় বেঙ্গালুরুর সংগঠনটিতে খুশির আবহ তৈরি হয়। নাসা অবশ্য জানিয়েছে, ট্রাম্প প্রশাসনকে এই প্রকল্পের জন্যে তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করতে হবে। দু'হাজার চব্বিশ সালে মানুষ চাঁদে পা রাখলে তা হবে উনিশশো ঊনসত্তরের এগারো এপ্রিলের পর চাঁদের মাটিতে মানুষের আবার দীর্ঘ পদচারণা। দু'হাজার একুশ সালে নাসা আনতেমিস - ওয়ান কার্যক্রমে মনুষ্যবিহীন যান পাঠাচ্ছে চাঁদে। দু'হাজার তেইশ সালে মহাকাশচারী নিয়ে যাচ্ছে আনতেমিস - টু। এই মহাকাশচারীরা চাঁদের মাটিতে পা রাখবেন না।
দুহাজার চব্বিশ সালে আনতেমিস - থ্রি চাঁদের মাটিতে নামবে একজন পুরুষ ও একজন মহিলা নভশ্চরকে নিয়ে। নাসায় তার মহড়াও চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর