× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

মার্টিনেজকে পেতে শেষ চেষ্টা বার্সেলোনার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার

লাওতারো মার্টিনেজ যখন আর্জেন্টাইন ক্লাব রেসিংয়ে খেলতেন তখনই নজরে পড়েন বার্সেলোনার স্কাউটদের। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি করায় মার্টিনেজকে পাওয়া হয়নি কাতালানদের। ২০১৮তে আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে দলে ভেড়ায় ইন্টার মিলান। এরপর থেকে প্রতি মৌসুমে দলবদলের সময় মার্টিনেজের বার্সেলোনায় যোগ দেয়ার গুঞ্জন শোনা যায়। চলমান গ্রীষ্মকালীন দলবদলেও মার্টিনেজকে পেতে চেষ্টা চালায় বার্সা। সুযোগ বুঝে মার্টিনেজের রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন ইউরো বেঁধে দেয় ইন্টার। করোনা মহামারিতে আর্থিক ক্ষতিতে পড়া বার্সেলোনা এরপর পিছু হটে। তবে লুইস সুয়ারেজ, নেলসন সেমেদোরা ক্লাব ছাড়ায় অর্থের জোগান কিছুটা বেড়েছে বার্সেলোনার।
কাতালানরা তাই মার্টিনেজকে পেতে শেষ চেষ্টা চালাবে বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। সুয়ারেজ, সেমেদোর আগে ক্লাব ছেড়েছেন আর্তুর মেলো, ইভান রাকিতিচ। এ চারজনের বেতন বাবদ বার্সেলোনার খরচ হয় বার্ষিক ৭০ মিলিয়ন ইউরো। সেমোদোকে উলভারহ্যাম্পটনের কাছে বিক্রি করে ৩০ মিলিয়র ইউরো পেয়েছে বার্সা। তাতে ১০০ মিলিয়ন ইউরোর একটা যোগান পেয়েছে ক্লাবটি। তা দিয়েই মার্টিনেজকে ন্যু ক্যাম্পে আনার শেষ চেষ্টা চালাবে তারা। এর আগে ৭০ মিলিয়ন ইউরো ও একজন ফুটবলারের বিনিময়ে মার্টিনেজকে চেয়েছিল বার্সা। সাড়া দেয়নি ইন্টার। ইতালিয়ান ক্লাবটির চাহিদা মতো ১০০ মিলিয়নের অফার দিতে চলেছে বার্সেলোনা। মার্টিনেজ রাজি হলেই সম্পন্ন হবে চুক্তি। মার্টিনেজের বিকল্প হিসেবে অলিম্পিক লিঁওর ডাচ স্ট্রাইকার মেমফিস ডিপাইকে চেয়েছিলেন রোনাল্ড কোম্যান। তাবে বার্সেলোনার পরিচালকরা জানিয়ে দেন, ‘স্ট্রাইকিং পজিশনে একজন সেরা তারকাকে তাদের চাই’। গত মৌসুমে ইন্টারের জার্সিতে আলো ছড়িয়ে নিজেকে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রমাণ করেছেন মার্টিনেজ। ৪৯ ম্যাচে ২১ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট ৭টি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর