× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাবর-মালিকদের সুখবর দিল পিসিবি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার

প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) আয়োজন করার চ্যালেঞ্জ নেয় পিসিবি। সফলতার দ্বারপ্রান্তে গিয়ে করোনা মহামারির কারণে আসর শেষ করতে পারেনি তারা। প্লে-অফ শুরুর দিন স্থগিত হয়ে যায় পিএসএলের পঞ্চম আসর। বাতিলের শঙ্কা থাকলেও বাবর আজম-শোয়েব মালিকদের সুখবর দিয়েছে পিসিবি। ১৪ই নভেম্বর প্লে-অফ দিয়ে ফিরবে গত মার্চে স্থগিত হওয়া আসরটি। ফাইনাল ১৭ই নভেম্বর। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘পিসিবি পিএসএলের পঞ্চম আসরের শেষ ম্যাচগুলো আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। অসাধারণ টুর্নামেন্টটি বাতিল হোক তা কোনভাবেই চায়নি পিসিবি।’

প্লে-অফ নিশ্চিত করেছে করাচি কিংস, পেশোয়ার জালমি, মুলতান সুলতান ও লাহোর কালান্দার্স।
গতবারের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পারেনি প্লে-অফে নাম লেখাতে।

আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার উপরে রয়েছেন করাচি কিংসের বাবর আজম (৩৪৫ রান) ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মোহাম্মদ হাসনাইন (১৫ উইকেট)। কোয়েটা বিদায় নেয়ায় হাসনাইনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ১৩ উইকেট নিয়ে দুইয়ে থাকা লাহোর কালান্দার্স পেসার শাহীন আফ্রিদির।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর