× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কাকলী প্রধানের আলোকচিত্র প্রদর্শনী ‘নদী নেবে’

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) সেপ্টেম্বর ২৬, ২০২০, শনিবার, ৫:১১ পূর্বাহ্ন

নদী নেবে, কে নেবে নদীকে? নদীকে জড়িয়ে নেয়ার কথা তার দুই কুলের মানুষের। যে নদীকে অবলম্বন করে গড়ে উঠেছে সভ্যতা, সেখানকার সভ্য মানুষদের। কিন্তু নদীকে যারা নেয় তারা আসলে দখল করে নেয় নদীকে তারপর হত্যা করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ হারানো নদীপথ ও নদী রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে। তারা নদীকে তুলে দিতে চায় নদী প্রেমিক মানুষের কাছে। সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধান এবং ইকরিমিকরি সাধারন মানুষের কাছে নদীর বিপন্নতা  ও শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার জন্যে কাজ করছে। এর ধারাবাহিকতায় আগামীকাল রবিবার দেশের চারটি জেলায় নদী নিয়ে আলোকচিত্রী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।  রাজধানীর সদরঘাট, নারায়ণগঞ্জ, বরিশাল এবং চাঁদপুর নৌ বন্দর এলকায় এই আয়োজন করা হয়েছে। প্রতিটি ছবির আকার দৈর্ঘে ১৫ ফুট, উচ্চতায় ১০ ফুট।  ওই দিন  বিকেল চারটায় ঢাকা নদী বন্দর (সদরঘাট লঞ্চ টার্মিনাল) এ এই আলোকচিত্রী প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিআইডবি-øউটিএ এর চেয়ারম্যান  কমডোর গোলাম সাদেক, বিশেষ অতিথি  থাকবেন স্থপতি ইকবাল হাবিব। অনুষ্ঠান সমন্বয়ক  মাসুম মাহমুদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় । বিশ্ব নদী দিবস উপলক্ষে সংবাদ আলোকচিত্রী কাকলী  প্রধানের ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র নিয়ে ‘নদী নেবে’ শিরোনামে বিশেষ  প্রদর্শনীর আয়োজন করেছে ইকরিমিকরি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর