× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিষপানে প্রেমিকার মৃত্যু, প্রেমিক হাসপাতালে

বাংলারজমিন

শরীয়তপুর প্রতিনিধি
১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের পদ্মা সেতু প্রজেক্ট এলাকায় দুই পরিবারের লোকজন সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিক-প্রেমিকা বিষ পান করেছে। এতে প্রেমিকার মৃত্যু হয়েছে। তবে প্রেমিক অসুস্থ হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে জাজিরা থানা ও পদ্মা সেতু প্রজেক্ট চায়না ক্যাম্পের পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেলের বন্ধু গোপালঞ্জের কোটালিপাড়া উপজেলার নইয়ার রাড়ী গ্রামের সইরেন বাড়ৈ ছেলে গৌতম বাড়ৈ ও মাদারীপুরের কালকিনি উপজেলার শশিকর গ্রামের মৃত তুরিপদ বাড়ৈর ছেলে বাবুল লাল বাড়ৈকে আটক করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগÑ আজিজা আক্তারকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে।  নিহত প্রেমিকা আজিজা আক্তার (১৭) জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের ছোবাহানন্দি মাদবরেরকান্দি গ্রামের আয়নাল মোল্লার মেয়ে ও বিকেনগর বঙ্গবন্ধু বিশ^বিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রী । আর অসুস্থ প্রেমিক রুবেল বাগচি (২০) গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার নইয়ারবাড়ি গ্রামের নিখিল বাগচির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমিক রুবেল বাগচি কাঠমিস্ত্রির কাজ করেন।
গত ফেব্রুয়ারি মাসে রুবেল শরীয়তপুররের জাজিরা উপজেলার বিকেনগর ছোবাহানন্দি মাদবরেরকান্দি গ্রামের আয়নাল মোল্লার বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করতে আসেন। পরে আয়নাল মোল্লার মেয়ে আজিজা আক্তাররের সঙ্গে রুবেল বাগচির প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
কিন্তু গত আগষ্ট মাসে উভয় পরিবারের লোকজন তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি জেনে যায়। ছেলে হিন্দু সম্প্রদায় ও মেয়ে মুসলিম হওয়ায় পরিবার তাদের মেনে নেয়নি। সম্পর্ক ছিন্ন করতে দুই পরিবারের লোকজন তাদের চাপ প্রয়োগ করতে থাকে। বর্তমানে রুবেল মুন্সিগঞ্জ জেলার মোক্তারপুর এলাকায় কাঠমিস্ত্রির কাজ করেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রুবেল মোক্তারপুর থেকে এসে বিকেনগর ইউনিয়নের ছোবাহানন্দি মাদবরেরকান্দি গ্রামে আজিজার সঙ্গে দেখা করতে আসেন। পরে সারাদিন ঘুরে রাতে পদ্মা সেতু প্রজেক্ট এলাকার একটি বড়াই গাছের নিচে বসে রুবেল-আজিজা বিষ পান করে।
প্রেমিক রুবেল বাগচি বলেন, আজিজার সঙ্গে আমার ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক। কিন্তু পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয়নি। তাই আমরা বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছি। নিহত আজিজার মামা রুবেল মোড়ল ও চাচা জালাল মোল্লা বলেন, আজিজাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে জোর করে বিষ পান করিয়ে হত্যা করেছে রুবেল বাগছি ও তার বন্ধুরা। আমরা আজিজা হত্যাকারীদের বিচার চাই।   
জাজিরা থানার তদন্ত ওসি মিন্টু মন্ডল জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা পদ্মা সেতু প্রজেক্ট এলাকার একটি বড়াই গাছের নিচে স্থানীয়রা রুবেল বাগচি ও আজিজা আক্তারকে পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ গিয়ে রুবেল বাগচিকে অজ্ঞান অবস্থায় এবং আজিজা আক্তারকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। পরে রুবেলকে অসুস্থ অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এছাড়া আজিজাকে ময়নাতদন্তর জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে জাজিরা থানায় এখনো কোন অভিযোগ আসেনি। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর